নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রাস্তায় ডিম সিদ্ধ করছেন বিধায়িকা। এমন চিত্রের দেখা মিলল মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়।

মূলত পেট্রপণ্যের সঙ্গে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বসে পড়েন সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে উজ্জ্বলা প্রকল্পে গ্যাসের সংযোগ দিয়েছেন। অথচ রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে।”
আরও পড়ুনঃ ইসলামপুরে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন পুলিশের
এদিন বিধায়িকা সাবিনা ইয়াসমিন রাস্তায় ফাঁকা গ্যাস সিলিন্ডার রেখে পাশে মাটির উনুন নিয়ে ডিম সিদ্ধ করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান। তবে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলনকারীরা মুখে মাস্ক পরে থাকলেও সামাজিক দূরত্বের বিষয়টি মানেননি বলে অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584