তমলুকে জেলা কমিটি গঠনে শুভেন্দু প্রসঙ্গে জল ঢাললেন শিশির

0
192

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

তৃণমূল নেতৃত্ব ও যুব তৃণমূল কংগ্রেসের কমিটির তালিকা প্রকাশ করল পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী। বুধবার তমলুকের সাংসদ অফিসে সাংবাদিক বৈঠক করে সেই তালিকা প্রকাশ করেন শিশিরবাবু। এদিন জেলার মাদার কমিটি, ব্লক কমিটি ও যুবর মাদার ও ব্লক কমিটির তালিকা ঘোষিত হয়।

tmc | newsfront.co
নিজস্ব চিত্র

শিশিরবাবু ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের কো মেন্টর তথা বিধায়ক অর্ধেন্দু মাইতি, কো মেন্টর তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, জেলা যুব সভাপতি পার্থ প্রতিম মাইতি সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ সাংবাদিক সম্মেলন করে রাজ্যপালের বিরুদ্ধে তোপ, কোচবিহার তৃণমূল জেলা সভাপতির

এদিন শিশির অধিকারী বলেন, জেলায় বিরোধীরা কিছুই করতে পারবেনা। সবকটি আসনই আমাদের দখলে থাকবে। এইদিন শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন শুভেন্দু অধিকারীও আমার দলীয় নেতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমার দলীয় নেতা।

অন্যদিকে দাদার অনুগামী অর্থাৎ শুভেন্দু অধিকারীর অনুগামীদের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শুরু করে খোদ পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায় পোস্টার ও ব্যানারে দলীয় প্রতীক সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ছবি না থাকায় সেই প্রসঙ্গের প্রশ্ন কার্যত উড়িয়ে দেন এবং তিনি বলেন, আজ পর্যন্ত শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সদস্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here