অমৃতা চন্দ, কোচবিহারঃ
দিনহাটা শহরে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দাদের নিয়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামল পুরসভার চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ। বৃহস্পতিবার পৌরসভার কাউন্সিলরদের পাশাপাশি বাসিন্দাদের নিয়ে দিনহাটা থানায় ডেপুটেশন দিয়ে অবিলম্বে চুরির কিনারা দাবিতে সরব হন তিনি।
এ দিনই ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা পুরসভার কাউন্সিলরদের অসীম নন্দী, গৌরীশংকর মাহেশ্বরী, দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক উজ্জ্বল আচার্য, ডা: বিদ্যুৎ কমল সাহা প্রমুখ।
আরও পড়ুনঃ কলেজের বাৎসরিক ফি-বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন পড়ুয়াদের
এদিন থানায় বিক্ষোভ চলাকালীন উদয়ন গুহর নেতৃত্বে এক প্রতিনিধিদল আইসি সঞ্জয় দত্তর সাথে দেখা করে তার হাতে দাবিপত্র তুলে দিয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আরও পড়ুনঃ সিএএ বিরোধী প্রতিবাদ মিছিলে যোগ দিতে শিলিগুড়ি সফরে মুখ্যমন্ত্রী
এ দিন ডেপুটেশন কালে দেয়াটা থানার আইসি সঞ্জয় দত্ত একের পর এক চুরির ঘটনার কথা কার্যত স্বীকার করে নেন। তিনি বলেন ইতিমধ্যে রংপুরের চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত তথ্য উঠে আসবে বলেও তিনি মনে করছেন।
বিষয়টি নিয়ে পুরসভার চেয়ারম্যান বলেন, একের পর এক চুরির ঘটনা বেড়ে চলল কিন্তু এখনও কোনও ক্ষেত্রে কিনারা হয়নি। শহরে একই কায়দায় পরপর ছয়টি চুরির ঘটনা ঘটে। এভাবে চলতে থাকলে আগামীতে পুলিশের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও দাবি তুলে ধরা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584