বন্ধ হতে চলেছে এমএনপি পরিষেবা

0
88

নাজমুল আলম,টেক ডেস্কঃ
MNP service is going to be closedএকটা সময় ছিলো যখন পছন্দের নম্বর ও অপছন্দের সুবিধা নিয়ে দিনের পর দিন কেটে গেছে।এমএনপি চালু হবার পর গ্রাহকরা সহজেই আকর্ষণীয় কল ও ইন্টারনেট পরিষেবা পাবার জন্য অপরেটর পরিবর্তন করে ফেলত সহজেই। এখনও সে ট্র্যাডিশন সমানে চলছে।তবে রিপোর্ট অনুযায়ী এমএনপি পরিষেবা বন্ধ হতে চলেছে। কারণ দুটি সংস্থা পোর্ট প্রক্রিয়া সম্পুর্ন করে থাকে ট্রাই পোর্ট ফি ৮০ % কমিয়ে দেবার ফলে তারা বিরাট আর্থিক ক্ষতির মুখে পরেছে।তাদের বক্তব্য, উপার্জনের একমাত্র ভরসাই ছিল পোর্ট ফি সেটাকেই ১৯ টাকা থেকে কমিয়ে ৪ টাকা করা হয়েছে।

আরও পড়ুনঃ প্রকাশিত হল ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সময়সূচি,ভারতের অভিযান শুরু ৫ ই জুন

MNP service is going to be closed 2উপরন্তু ২০১৯ প্রথম দিকে পোর্ট প্রক্রিয়ায় গতি আনতে পোর্টের সময় সীমা ৭ দিন থেকে কমিয়ে ২দিন করায়, কাজের চাপ বারছে। ৩১মার্চ, ২০১৯ কোম্পানি গুলির লাইসেন্স শেষ হচ্ছে, এমতাবস্থায় তারা আর লাইসেন্স নবীকরণ করবে না বলে জানিয়েছে। তবে আশার আলো একটাই,নতুন করে কোনো কোম্পানি এগিয়ে এসে নতুন ভাবে লাইসেন্স নিলে পোর্ট প্রক্রিয়া চলতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here