ব্যাঙ্ক ধর্মঘটের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে মোবাইল এটিএম বর্ধমানে

0
20

সুদীপ পাল, বর্ধমানঃ

টানা তিনদিন মিলবে না কোন ব্যাঙ্কিং পরিষেবা। যাঁরা অনলাইনে লেনদেন করেন তাঁরাও সমস্যায় পড়বেন কিছুটা। বাজার সচল রাখতে দরকার নগদ টাকা। কিন্তু এটিএমই বা টাকা থাকবে কতক্ষণ? এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ব্যাঙ্কের গ্রাহকরা। মূলত বেতন কাঠামো সংস্কার, বেসরকারিকরণ ও একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণ প্রভৃতির বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলি। এই পরিস্থিতিতে তিনদিন ব্যাঙ্কিং পরিষেবা পাবেন না গ্রাহকরা।

মোবাইল এটিএম। নিজস্ব চিত্র

যদিও বর্ধমানের বাসিন্দা সন্দীপ মুখার্জি বলেন, বেতন হয়েছে। মোবাইলে মেসেজ এসেছে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কোন উপায় নেই।

এদিন সকালে বর্ধমান স্টেশনে দেখা গেল মোবাইল এটিএম। এটিএম ভ্যানটিতে মানুষ লাইন দিয়ে টাকা তুলছে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান ব্যাংক বন্ধ থাকলেও গ্রাহকরা যাতে অসুবিধায় না পড়েন সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here