শ্যামল রায়,কালনাঃ
উচ্চ মাধমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে এবার পরীক্ষা কেন্দ্রে থাকবে মোবাইল ডিটেকশন ডিভাইস বা মেটাল ডিটেক্টর।পূর্ব বর্ধমানের কাটোয়ায় এসে পোঁছালো মোবাইল ডিটেকশন ডিভাইস।প্রশ্ন ফাঁস রুখতে এই বিশেষ ব্যবস্থা চালু করল রাজ্য শিক্ষা দফতর।এবার পরীক্ষা কেন্দ্রের প্রবেশের আগেই পরীক্ষার্থীদের এই ডিভাইস দিয়ে সার্চ করে তবেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে।
আরও পড়ুনঃ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার এক
মোবাইল বা ইলেক্ট্রনিক ডিভাইস বা ক্যামেরা আছে কিনা তার পরীক্ষার জন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।আজ দুপুরে কাটোয়ার মূল কেন্দ্রে ১৮ টি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের নিয়ে বৈঠক করে শিক্ষা দপ্তরের আধিকারিক।কিভাবে মোবাইল ডিটেকশন ডিভাইস ব্যবহার করতে হবে তাও দেখিয়ে দিলেন পরীক্ষার দায়িত্বে থাকা প্রশাসনের আধিকারিকগণ।কাটোয়া শহরের পাঁচটি কেন্দ্রে এই বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584