মনিরুল হক, কোচবিহারঃ
করোনা সংক্রামকের আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েছেন অনেক আগেই। বাইরের জগতের সাথে যোগাযোগের সম্বল ছিল শুধুমাত্র নিজের অ্যান্ড্রোয়েড মোবাইল। সেটাও চুরি হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন মাথাভাঙার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানস মণ্ডল। শনিবারই তিনি এনিয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিন তিনি জানিয়েছেন, “করোনা ভাইরাস ছড়িয়ে পড়তেই লকডাউন ঘোষণা হয়েছে। বাড়ি থেকে বের হতে পারছিনা। তাই বাইরের জগতের সাথে যোগাযোগের একমাত্র ভরসা ছিল মোবাইলটা। ফোনে যেমন অন্যদের খোঁজ খবর নিচ্ছিলাম। তেমনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরাখবর গুলো জানতে পারছিলাম। কিন্তু অল্প সময়ের জন্য বিছনার উপড়ে মোবাইলটা রেখে বাথরুমে গিয়েছিলাম, ফিরে এসে দেখি মোবাইল নেই।
জানালা খোলা ছিল। হয়ত সেদিক দিয়েই কেউ চুরি করে নিয়ে চলে গেছে। এখন কি করে দিন কাটবে বুঝতে পারছি না।”
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে পৃথক দুটি অস্থায়ী বাজার শুরু মাথাভাঙ্গায়
শুধু মানস বাবুরই নয়, সম্প্রতি মাথাভাঙা কলেজের এক ছাত্রীর মোবাইল চুরির ঘটনাও ঘটেছে। করোনার আতঙ্ক, লকডাউন নিয়ে এমনিতেই পুলিশ প্রশাসন জেরবার হয়ে রয়েছেন। এরমধ্যেই এভাবে মোবাইল চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে মাথাভাঙা থানার পুলিশের মধ্যে। পুলিশের এক আধিকারিকের কথায়, এরমধ্যেই মোবাইল চুরির তদন্ত করে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584