পুলিশী উদ্যোগে চুরি যাওয়া মোবাইল ফেরত পেল ব্যবহারকারীরা

0
30

মনিরুল হক, কোচবিহারঃ

ফের চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দিয়ে নজির গড়ল কোচবিহার জেলা পুলিশ। শনিবার কোচবিহার জেলা পুলিশের দপ্তরে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া সর্বমোট ১৮টি মোবাইল প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। তাঁদের মধ্যে তিনজন কোচবিহারের পুলিশ কর্মীও আজ ফোন ফিরে পান। এদিন জেলা পুলিশ সুপার ডাঃ সন্তোষ নিম্বালকর, অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ শানা আক্তার, ডিএসপি ক্রাইম তাপস মল্লিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকারাও উপস্থিত ছিলেন। কালীপূজার আগে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে বেজায় খুশি মোবাইলের প্রকৃত মালিকরা।

mobile user got return mobile phones
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ মাস নিয়ে মোট ৪৭ টি মোবাইল ফেরানো হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল গুলো পেয়ে খুশি প্রকৃত মালিকেরা। প্রতি মাসের শেষের দিকে সবাইকে এভাবে মোবাইল ফেরাবে কোচবিহার জেলা পুলিশ। এদিকে এদিন কোচবিহার জেলার দুজন সাংবাদিকের হাতেও হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয়।

mobile user got return mobile phones
নিজস্ব চিত্র

কোচবিহার জেলা পুলিশের ডিএসপি ক্রাইম তাপস মল্লিক বলেন, জেলার বিভিন্ন এলাকায় ওই ১৮ জনের মোবাইলগুলি হারিয়ে অথবা চুরি হয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হলে সেই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মোবাইলগুলি উদ্ধার করে পুলিশ। পুলিশের একটি অ্যান্টি ক্রাইম ইউনিট রয়েছে। তারা তদন্ত করে মোবাইল গুলি উদ্ধার করে। মোবাইল চুরির পিছনে কোনও চক্র রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ ভোট প্রচারে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা

এই হারিয়ে যাওয়া মোবাইল গুলির প্রকৃত মালিকরা ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তারা। তারা বলেন,হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুব আনন্দিত লাগছে। আমরা ভাবতে পারিনি সেই মোবাইল গুলি আমার ফিরে পাবো। এরজন্যে জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here