সুদীপ পাল,বর্ধমানঃ
‘বাংলার প্রিয় ভাই ও বোনেরা। দুর্গাপুরের পরিশ্রমী মানুষকে আমার নমস্কার।’ দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শুরু হলো এই ভাবেই। সভা চত্বরে গর্জন উঠল ‘জয় শ্রীরাম’ ‘হর হর মোদী’।
কিছুটা উৎসবের মেজাজে প্রধানমন্ত্রীকে দেখতে এসেছিলেন অনেকেই। যদিও জেলার বিভিন্ন প্রান্ত থেকে সক্রিয় বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই অস্থায়ী দোকান করে বসেছিলেন রাস্তার ধারে। ঝাল মুড়ি থেকে ডিম টোস্ট সবই মিলেছে হাতের নাগালে।
আরও পড়ুনঃ দুর্গাপুরে মোদীর সভাস্থল ঘিরে বিতর্ক
যাঁরা এইসব দোকানগুলি দিয়েছিলেন তাঁরা বলছেন প্রধানমন্ত্রী আসায় এলাকায় ব্যাপক ভিড় হয়েছিল এবং বিক্রিবাট্টাও খুব ভালোই হয়েছে। বেলা যত বেড়েছে, ভিড় বেড়েছে, বেড়েছে বিক্রি বাটাও। রামপুরহাটের বাসিন্দা সুতীর্থ ঘোষ বলেন, ‘ভোর বেলায় বাড়ি থেকে বেরিয়েছি। প্রধানমন্ত্রী আমার আদর্শ।
এত কাছ থেকে তাঁকে দেখার সুযোগ মিস করতে চাইনি।’ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা যায় ভিড় হয়েছিল ৮০ হাজার মানুষের। যদিও বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলছেন, দুই লক্ষেরও বেশি মানুষ এসেছিলেন এখানে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584