নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
‘রাজ্যে মমতা ব্যানার্জির কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। মমতা দিদি মোদি ফোবিয়াতে ভুগছেন।’শুক্রবার বাঁকুড়ার বেলিয়াতোড়ের জনসভায় ঠিক এই ভাষাতেই মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন লকেট চ্যাটার্জি। মোদি যত রাজ্যে আসবেন দিদি তত সমস্যায় পড়বেন বলে দাবি করেন বিজেপি নেত্রী।
আজকের বাজেটকেও ঐতিহাসিক দাবি করে তিনি বলেন যে আজকের বাজেট গরীব সাধারণ কৃষকদের বাজেট।একইসঙ্গে তৃণমূলের ব্রিগেড সমাবেশকেউ কটাক্ষ করে তিনি বলেন যে ঐদিন মঞ্চে হাজির সকলেই প্রধানমন্ত্রী হতে চান।
আরও পড়ুনঃ রাজ্যের মহিলাদের হাতে অস্ত্র নেওয়ার নিদান লকেটের
সপ্তাহের এক এক দিন, এক এক জন প্রধানমন্ত্রী হবেন, তারপর একদিন কেউ প্রধানমন্ত্রী থাকবেন না। দেশটা রসাতলে যাবে। তিনি আরো বলেন মোদি প্রধানমন্ত্রী থাকলে চোর ডাকাত সবাই ধরা পড়ে যাবে।
সারদাকাণ্ডের নাম না করেও তিনি বলেন সিবিআই তদন্তে কেউ ছাড় পাবে না। তাই সকলে জোট গড়তে এক মঞ্চে এসেছে। কাঁথির ঘটনা প্রসঙ্গ টেনেও লকেট বলেন আগামী দিনে আরো লড়াই হবে। এ প্রশাসনের উপর ভরসা করারও প্রয়োজন নেই। তিনি বলেন মোদিজীর সভায় বেছে বেছে আক্রমণ করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584