বিশ্ব বাংলার নামে নিঃস্ব বাংলা গড়া হচ্ছেঃ সেলিম

0
97

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

সিপিআইএম-র কেন্দ্রের নয়া কৃষি আইন বিরোধী এক জনসমাবেশে যোগ দিতে আজ মুর্শিদাবাদের ভগবানগোলায় আসেন সিপিআইএমের পলিটব্যুরো মেম্বার প্রাক্তন সাংসদ মহঃ সেলিম।

mohammed salim | newsfront.co
মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মহঃ সেলিম ৷ নিজস্ব চিত্র

এদিন ভগবানগোলার নসিপুরে এই সমাবেশের আগে দুটি মিছিলে অংশ নেন তিনি। তার আগে মুর্শিদাবাদের বহরমপুরে দলের জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা কালে পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরাতে ট্রেন না দিতে চাওয়া কেন্দ্রের সরকার আজ চার্টার্ড প্লেনে তৃণমূল ত্যাগী নেতাদের নিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ বিজেপিকে শিক্ষা দিতে মোর্চা-তৃণমূল একসাথে ময়দানেঃ গুরুং

কেন্দ্রের সরকার নয়া কৃষি আইনের মাধ্যমে পরাধীন ভারতবর্ষের নতুন রূপ তৈরী করতে চাইছে, কৃষিকে কর্পোরেটের হাতে তুলে দিয়ে। ১৯৪৬ সালের দুর্ভিক্ষ ও মন্বন্তরের স্মৃতি তুলে ধরে তিনি কেন্দ্রের সমালোচনা করেন। একই সাথে বিশ্ব বাংলার নামে নিঃস্ব বাংলা গড়া হচ্ছে বলে রাজ্যের সমালোচনা করেন।

অন্যদিকে কংগ্রেস সহ রাজ্যের ১৬ টি বাম সহযোগী সংগঠন নিয়ে বিধানসভা নির্বাচনে জোট হচ্ছে তা নিশ্চিত করে দিয়ে তিনি বলেন, রাজ্যের দুই তৃতীয়াংশ আসনে আসন রফা চূড়ান্ত হয়েছে, বাকি আসনেও খুব শীঘ্রই চূড়ান্ত হবে। অবিজেপি ও অতৃণমূল যেকোনো দলকেই তিনি জোটে স্বাগত জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here