স্ত্রীর জন্মদিন উপলক্ষে, স্মৃতির উদ্দেশ্যে মাদ্রাসার শিশুদের শীতবস্ত্র-খাদ্য বিতরণ বিশিষ্ট সমাজসেবী মোহনলাল রশিদের

0
85

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

স্ত্রীর জন্মদিন উপলক্ষে ও তাঁর স্মৃতির উদ্দেশ্যে মাদ্রাসার শিশুদের শীত বস্ত্র ও খাদ্য বিতরণ এবং শিশুদের সহিত সময় কাটালেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ মোহনলাল রশিদ, তাঁদের পুত্র সম্রাট রশিদ সহ তাঁর পরিবারের সদস্যরা।

Mohanlal Rashid

৩০ জানুয়ারি, বিশিষ্ট সমাজ সেবী ও ক্রীড়াবিদ মোহনলাল রশিদের স্ত্রী তৈসি রশিদের জন্মদিন। তাঁরই স্মৃতির উদ্দেশ্যে মুর্শিদাবাদের সাঁওতাপাড়ায় সাঁওতাপাড়া তৌহিদ এডুকেশন সোসাইটির আবাসিকদের শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করলেন মোহনলাল বাবু, তাঁদের সুযোগ্য পুত্র সম্রাট রশিদ সহ তাঁর পরিবারের সদস্যরা।

social work
শীতবস্ত্র বিতরণ। নিজস্ব চিত্র

এদিন শীতবস্ত্রের সহিত মিষ্টি, কেক, ড্রাই ফ্রুটস, চকলেট, ফলও বিতরণ করা হয়। শুধু তাই নয়, ভবিষ্যতেও এই মাদ্রাসার পাশে সর্বদাই থাকবেন বলেও জানান তিনি।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৈসি রশিদের স্বামী অর্থাৎ সমাজসেবী মোহনলাল রশিদ, তাঁদের পুত্র সম্রাট রশিদ, কদবানু বেওয়া সহ তাঁর পরিবারের সদস্যগন, মাদ্রাসার সেক্রেটারি আব্দুস সাত্তার সাহেব, ওমর ফারুক সাহেব, ফরিজুল, ঢলু, আনসার আলী, আনারুল হক, সঞ্জীব, সামসুল আলম সহ আরো অনেকে।

আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরাল ডোমকল এসডিপিও

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here