দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে রণক্ষেত্র তরঙ্গপুর

0
287

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ

এক বৃদ্ধের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর প্রতি অশালীন আচরণের কারনে কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর যেন রণক্ষেত্রে র চেহারা নেয়।তরঙ্গ পুরের কয়েক হাজার জনতা বৃদ্ধের চায়ের দোকানের সাথে বাড়িতেও ভাঙচুর চালায় বলে জানা যায়।খবর পেয়ে কালিয়াগঞ্জ থেকে বিশাল পুলিশ বাহিনীর সাথে স্থানীয় রাজনৈতিক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কোন রকমে আয়ত্ত্বে আনে।

জনরোষে তছনছ অভিযুক্তের বাড়ি।নিজস্ব চিত্র

যদিও অভিযুক্তকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।জানা যায় তরঙ্গপুর প্রাথমিক বিদ্যালয়ের জনৈক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বিদ্যালয় ছুটির পর বাড়ি যাবার পথে বৃদ্ধ চায়ের দোকানদার নাবালিকাকে দোকানের মধ্যে ঢুকিয়ে নেয়।এই ঘটনা জানাজানি হতেই গোটা তরঙ্গপুরের মানুষ প্রচন্ড উত্তেজিত হয়ে দোকান ও বাড়িতে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,রাজু ঘোষ,বাপ্পা সরকার সহ তৃণমূলের নেতৃত্বরা।গ্রামবাসীদের দাবি অবিলম্বে দোষীকে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।যদিও অভিযুক্ত বৃদ্ধকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুনঃ শ্রেণীকক্ষে চতুর্থ শ্রেণীর ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here