নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ব্লু হোয়েল এরপর এবার মোমো আতঙ্ক। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের তেঁতুলতলা গ্রামে মোমো গেমের ছায়া। তেঁতুল তোলা গ্রামের চাইপাট স্কুলের দশম শ্রেণীর ছাত্র সূর্য ধাড়া মোমো চ্যালেঞ্জের গেড়োয় পড়েছিল। ঘটনার সূত্রপাত ৪-৫ দিন আগে।ওই ছাত্রের হোয়াটসঅ্যাপে একটি আননোন নম্বর থেকে লিঙ্ক আসে।গেমটি খেলতে শুরু করে সে। সে ধাক্কা খায় একটি ভয়েস কলে।

আর সেই কলের স্ক্রিনশট ছাত্রটি সোশ্যাল মিডিয়ায় দেয় ।তারপরেই মোমো গেমের খবরটি জানাজানি হয়ে যায়।এরপরেই তার বাড়ির লোক উদ্যোগ নেয়। প্রশাসনিক সহযোগিতা নিয়ে এই যাত্রায় রক্ষা পেয়ে যায় ছাত্রটি। ঘটনা প্রকাশ্যে আসার পর দাসপুর থানার পুলিশ ছেলেটির বাড়িতে গিয়ে তার কাউন্সিলিং করে এবং তার মোবাইল থেকে সমস্ত লিংক ডিলিট করে দেওয়া হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584