সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজন যুবকের কাছ থেকে টাকা নিয়েছিলেন এক প্রতারক। দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও চাকরির কোন হদিস দিতে না পারায় অবশেষে যুবকদের বিক্ষোভের মুখে পড়ে সেই প্রতারক।
শেষমেষ সবটুকুই ফাঁস হয় প্রতারকের। অভিযুক্ত ব্যক্তির নাম কাজল দত্ত। কাজল দত্তের বিরুদ্ধে প্রতারিত যুবকদের অভিযোগ, পেশায় ঠিকাদার কাজল দত্ত নদিয়া, কৃষ্ণনগর, কাটোয়া সহ বিভিন্ন এলাকার বেকার যুবকদের চাকরি পাইয়ে দেবে বলে টাকা নিয়েছিল।
আরও পড়ুনঃ পটাশপুরে দুষ্কৃতীদের গুলিতে নিহত পথচারী
কারও কাছে ছয় লাখ টাকা আবার কারও কাছে দশ লাখ টাকা নিয়েও চাকরি দিতে পারেনি। যাদের থেকে টাকা নিয়েছিল তাদের সাথে সমস্ত যোগাযোগ কাজল বন্ধ করে দেয়। শেষে ঐ যুবকরা কাজল দত্তের বাড়ি ঘেরাও করে।
জানা যায়, কাজল দত্তের আসল বাড়ি বাঁকুড়ার মালিয়াড়া গ্রামে। কিছু দিন আগে কাজল কাঁকসারাড়া শিব মন্দিরের সামনে জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস শুরু করে। অভিযুক্ত কাজল দত্তকে জিজ্ঞাসাবাদের জন্য এখন মলানদিঘি ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584