নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মর্ম মুছায়ে…।ধর্ম বর্ণ জাতের নামে যখন মলিন হচ্ছে এ দেশ এ রাজ্য তখন সেই মলিনতার উর্দ্ধে উঠে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আয়োজিত হতে চলেছে বাঙালীর নিজস্ব পার্বণ । বাঙালিয়ানা উদযাপিত হবে ১লা বৈশাখর মধ্যদিয়ে। যার শুরুটা হয়েছিল ১৯৮৯ সালে বাংলাদেশে। তারপর থেকে এতগুলো বছর ধরে সে দেশে আয়োজিত হয়ে আসছে এই মঙ্গল শোভাযাত্রা। এই বছর তাৎপর্যপূর্ণ ভাবে ইওনেস্কো এই শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। আর এ বছর মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের ছটি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে এই শোভাযাত্রা। মুর্শিদাবাদ জেলায় “মুর্শিদাবাদ ও মুর্শিদাবাদী” ফেসবুক গ্রুপের উদ্যোগী গুটিকয়েক তরুণ এই ভাবনার কাণ্ডারি। যার জেরে এখন উত্তাল
বহরমপুর।দল মত ধর্ম বর্ণ জাতির উর্দ্ধে উঠে এহেন আয়োজনককে রঙীন করে তুলতে সর্বস্তরের মানুষের ব্যপক সাড়া উৎসাহ ব্যঞ্জক বলে মনে করছেন আয়োজকরা। গানে আভিনয়ে আবৃত্তিতে লোকশিল্পে প্রাঞ্জল করে তুলতে আয়োজকরা দিনাতিপাত করছেন।একদিকে কারোর বাড়ির ফাঁকা ঘরে চলছে গানের রিহার্সাল তো কোথাও চলছে মুখোশ তৈরীর ওয়ার্কশপ। কেউ বা বেরিয়ে পড়ছে চাঁদার বই হতে অর্থ সংগ্রহ করতে তো কেউ চলেছেন বিজ্ঞাপন জোগাড় করতে। খোলা হয়েছে
“মঙ্গল শোভাযাত্রা” নামে ফেসবুক, হোয়াটস অ্যাপ গ্রুপ। সেখানেও চরম ব্যস্ততা। সব সময় আপডেট পৌঁছে যাচ্ছে সকলের কাছে এই ব্যস্ততাও বাঙালীকেই চেনায়। জাতের নামে মিছিল, রাজনৈতিক দাবী আদায়ের অনেক মিছিল দেখেছে বহরমপুর। রাজনীতির উথাল পাতালে উদ্বেলিত হয়েছে বাংলা বিহার উড়িষ্যার একদা রাজধানী। ভাগরথী দিয়ে বয়ে চলা সেই আলো অন্ধকারের হাজার স্মৃতি বুকে নিয়ে ১লা বৈশাখের জন্য অপেক্ষা করছে শহর বহরমপুর। অপেক্ষা করছে মুর্শিদাবাদ।কোন প্রতিবাদের গরম স্লোগান নয় কোন বিরোধিতার শানিত ঝঙ্কার নয় কুল কুল বেগে বয়ে চলা শান্ত ভাগীরথীর মতো ১লা বৈশাখের ভোরে খাগড়া ভৈরব তলা ঘাট থেকে শুরু হয়ে এ শোভাযাত্রা পৌঁছোবে রবীন্দ্রসদনে। অতীত সংস্কৃতি হারিয়ে ফেলা বাঙালী বর্ণময় হয়ে উঠবে সুরের ঝঙ্কারে। মানুষের মঙ্গল কামনায় সেদিন প্রভাতে নব আনন্দে জেগে উঠবে বহরমপুর। সব বিভেদ ভুল পা মেলাবে সকলে এই আশা আয়োজকদের।
*ছবি ফেসবুক গ্রুপ থেকে সংগৃহিত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584