সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
মকর সংক্রান্তি স্নান শেষ, শেষ গঙ্গাসাগর মেলা। এবার লক্ষ্য অন্য মেলা, পুরোনো মেলা। যেমন মেলা বয়সে পুরানো তেমনি মেলার ঐতিহ্য রয়েছে পুরানো জিনিস পত্র বিকিকিনি ঘিরে। ইচ্ছে আছে অথচ পকেট টান, সংসারে নতুন জিনিস কেনার ক্ষমতা নেই আপনার, চিন্তা কিসের? ইচ্ছা পূরণ হবে আপনার। যদি আপনি আসেন মন্দির বাজার ব্লকে সাউথ বিষ্ণুপুর গ্রামপঞ্চায়েতের বিষ্ণুপুর পুরানো মেলায়।
কয়েক বিঘা জমি জুড়ে বসেছে পুরানো সরঞ্জাম, কি নেই চোখের সামনে, হাত বাড়ালে সব পাবেন। যেমন আছে আসবাস পত্র, পালঙ্ক থেকে ডাইনিং টেবিল, সোফা থেকে আলমারি, সোকেশ, চেয়ার, খাট, অরো কতো কি। কাঠ থেকে স্টিল, টিন থেকে লোহা সব ধরনের মিলবে আসবাস।
এখানেই শেষ নয়, বাড়িতে টিভি কেনার ইচ্ছা চলে আসুন পুরানো ইলেকট্রনিক্স দোকানে। হোম থিয়েটার থেকে এল ই ডি টিভি, ল্যাপটপ থেকে কম্পিউটার, ক্যামেরা, ওয়াকম্যান, ওয়াসিং মেসিন, ফ্রিজ, এসি এমন কি মোবাইলও মিলবে আপনি চাইলে।
এছাড়া তবলা, হারমনিয়াম, গিটার আরো কতো কি। অন্য বাজারে যা পাবেন না তা অনায়াসে পাবে সাউথ বিষ্ণুপুর পুরানো মেলাতে। প্রায় দুশোর বেশী দোকান রয়েছে মেলা ঘিরে। রয়েছে জামাকাপড়, খাবারের দোকানও। একমাস ধরে চলে বিষ্ণুপুরের পুরানো মেলা। কথিত আছে আজ থেকে দেড়শ বছর আগে আদি গঙ্গা বিষ্ণুপুরে নৌকায় করে ভক্তরা হাড়ি, কড়া, থালা,বাটি আসবাস পত্র নিয়ে আদি গঙ্গা বিষ্ণুপুর চৈতন্য দেবের পদস্থ অন্ধমুনিতলায় আসতেন। এখানে আসা ঘিরে বসতো আসর। যখন ফিরে যেতেন অনেকে সঙ্গে আনা জিনিস পত্র বিক্রি করে যেতেন। এই এলাকার মানুষ কিনতেন।
সেই মেলা আজও চলে আসছে বিষ্ণুপুরে। তবে মেলার চিত্র বদলেছে। বদলেছে মেলার হালহাকিকত। এখন মন্দির বাজার পঞ্চায়েত সমিতির উদ্দ্যোগে সাউথ বিষ্ণুপুর পঞ্চায়েত সঙ্গে রায়দিঘি, মথুরাপুর, মন্দিরবাজার তিনটি থানার সহযোগে বিষ্ণুপুর পুরানো মেলা। যা দেখতে ভিড় জমান সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া বহু মানুষ। শুধু দেখতে নন, কিনতে আসেন এই জেলার পাশাপাশি ভিন জেলার এমনকি বাইরের রাজ্যর মানুষও। মেলা ঘিরে রয়েছে আঁটোসাটো নিরাপত্তা। কোন অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সেখানে তৎপর প্রশাসন।
মকরসংক্রান্তি স্নানের তিনদিন পর থেকে শুরু হয় সাউথ বিষ্ণুপুর পুরানো মেলা। যা উৎসব মুখর হয়ে ওঠে সাউথ বিষ্ণুপুর পুরানো মেলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584