মনিরুল হক, কোচবিহারঃ
এক মাস ধরে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে বিশেষ কর্মসূচী পালন করবে কোচবিহার জেলা পুলিশ।আজ কোচবিহার ল্যান্স ডাউন হলে এই কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা হয়।সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, জেলাশাসক কৌশিক সাহা ও পুলিশ সুপার অভিষেক গুপ্তা।ওই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। পরে শহরে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা মূলক একটি শোভাযাত্রা করা হয়।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। কোচবিহারে সেই উদ্যোগকে সামনে রেখে এক মাস ধরে নানা কর্মসূচী গ্রহণ করবে পুলিশ।আজ তাঁর সূচনা হল।”
পুলিশ সুপার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এদিন শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে নানা কর্মসূচী পালন করা হবে।আজ তাঁর উদ্বোধন হল। স্কুলের ছাত্রছাত্রী, তাঁদের অভিভাবক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।”
আরও পড়ুন: পারিবারিক প্রতিহিংসার বলি মাধ্যমিক পরীক্ষার্থী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584