কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কেটে পিএম কেয়ার্সে জমা পড়েছে ১৫৭.২৩ কোটি টাকা

0
77

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিস্ফোরক তথ্য প্রকাশ আরটিআই-এর। অন্তত ৫০টি কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন থেকে ১৫৭.২৩ কোটি টাকা জমা পড়েছে পিএম কেয়ার্স ফান্ডে। শুধুমাত্র রেল কর্মীদের বেতন থেকেই জমা পড়েছে ১৪৬.৭২ কোটি টাকা। বহুল প্রচারিত দেশের এক ইংরেজি সংবাদপত্রের করা আরটিআইয়ের মাধ্যমে সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য

PM Cares Fund | newsfront.co

করোনা সংক্রমণের কারণে লকডাউনের সময় তৈরি হওয়া প্রধানমন্ত্রীর এই বিশেষ তহবিলে শুধুমাত্র রেল কর্মীদের বেতন থেকেই জমা পড়েছে ১৪৬.৭২ কোটি টাকা। রেল থেকে মহাকাশ গবেষণা সব মিলিয়ে অন্তত ৫০ টি সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে ১৫৭.২৩ কোটি টাকা জমা হয়েছে পিএম কেয়ার্স ফান্ডে।

মহাকাশ গবেষণা বিভাগের কর্মীদের বেতন থেকে জমা পড়েছে ৫.১৮ কোটি টাকা। আরটিআই এর উত্তরে মহাকাশ গবেষণা বিভাগ জানিয়েছে, বেতন থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী কর্মীরা পিএম কেয়ার ফান্ডে আর্থিক সহায়তা করেছেন।

আরও পড়ুনঃ সম্পর্কের বরফ গলাতে আগামী মাসে সেনা প্রধানের নেপাল সফর

তবে, স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংস্থা, পিএমও, পোস্ট অফিস আরটিআইয়ের কোনো উত্তর দেয়নি। পিএম কেয়ার্স ফান্ডের দায়িত্ব ন্যস্ত আছে যার হাতে, সেই প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও এর আগে এতদিন যা সাহায্য জমা পড়েছে তার তথ্য দিতে অস্বীকার করেছিল। জানিয়েছিল, পিএম কেয়ার্স ফান্ড জনগণের তথ্য জানার অধিকারের আইনের আওতায় পড়ে না। তবে যাবতীয় তথ্য pmcares.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুনঃ বাংলাদেশের সাথে তুলনা করে জিডিপি নিয়ে মোদীকে কটাক্ষ রাহুল, অভিষেক

পিএম কেয়ার্স ফান্ড তৈরি করা হয়েছিল গত ২৮ মার্চ। করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউনের ফলে মানুষের সাহায্যার্থে এই ফান্ড গঠন করেন প্রধানমন্ত্রী। ৩১ মার্চের মধ্যে ফান্ডে ৩,০৭৬.৬২ কোটি টাকা জমা পড়ে । যার মধ্যে ৩,০৭৫.৮৫ কোটি টাকা স্বেচ্ছায় দান করা বলে জানানো হয়েছিল।

ওই দৈনিক ইংরেজি সংবাদপত্রের করা আরটিআইয়ের আবেদনে এখনও পর্যন্ত জানা গিয়েছে, মোট ২,১০৫ কোটি টাকা ৩৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থার মারফত কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি হিসাবে পিএম কেয়ার্স ফান্ডে জমা পড়েছে।

আর ২০৪.৭৫ কোটি টাকা সাতটি ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের তরফ থেকে জমা পড়েছে। ২১.৮১ কোটি টাকা দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সব ক্ষেত্রেই কর্মীদের বেতন থেকে কেটেই অর্থ জমা করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here