নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা মহামারিতে একেবারে সামনের সারিতে থেকে কাজ করেছেন পুলিশ কর্মীরা। লকডাউন ঠিক মতো মানা হচ্ছে কিনা দেখা থেকে শুরু করে সব ধরণের কোভিড প্রোটোকল সাধারণ মানুষ মেনে চলছেন কিনা তার তদারকি করা ইত্যাদি যেকোন ব্যাপারে সর্বক্ষণ সামনের সারিতে থেকে লড়তে হয়েছে তাঁদের এক অদেখা শত্রুর সাথে।
এই পরিষেবা দিতে গিয়ে দেশজুড়ে ৭৬,০০০ এর ও বেশি পুলিশকর্মী সংক্রামিত হয়েছেন , ২১ আগস্ট পর্যন্ত। এই পরিসংখ্যান দিয়েছে ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট।
ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, একটি বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দেশের করোনা লড়াইতে পুলিশের ভূমিকা সম্পর্কে। তাতে বলা হয়েছে ২১ আগস্ট পর্যন্ত ৭৬,৭৬৩ জন পুলিশ কর্মী করোনা সংক্রামিত হয়েছেন, তার মধ্যে জীবনহানি হয়েছে ৪০১ জনের।
আরও পড়ুনঃ পরিস্থিতি বিচারে কোয়ারেন্টাইন নিয়মে রাজ্যে রাজ্যে ঘটছে রদবদল
মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সবথেকে বেশি ছড়িয়েছিল, স্বাভাবিক ভাবেই সেখানে সংক্রামিত পুলিশ কর্মীর সংখ্যাও বেশি। মহারাষ্ট্রে আক্রান্ত পুলিশ কর্মীর সংখ্যা ১২৭৬০, প্রাণ হারিয়েছেন ১২৯ জন। উত্তর প্রদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭০৮, জীবনহানি ঘটেছে ১৯ জনের।
আরও পড়ুনঃ জিএসটি ক্ষতিপূরণের অর্থ অন্যত্র খরচ করেছে কেন্দ্র- ক্যাগের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
পশ্চিমবঙ্গে ৫৭৯৪ জন পুলিশ কর্মী করোনা সংক্রামিত হয়েছেন, মৃত্যু হয়েছে ১৯ জনের। কর্ণাটক পুলিশে আক্রান্তের সংখ্যা ৪৯২৫ ,মৃত্যু হয়েছে ৩২ জনের।
মহারাষ্ট্র পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, পুলিশ কর্মীরা যাঁদের বিভিন্ন কো-মর্বিডিটি আছে এবং বয়স ৫০ এর উপরে তাঁদের খুব ঝুঁকিপূর্ণ স্থানে কাজ দেওয়া হবে না, আর ৫৫ বছরের ওপর পুলিশ কর্মীদের ছুটি দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584