পুলিশ-সিআরপিএফ যৌথ অভিযানে খতম মোস্ট ওয়ান্টেড মাও নেতা

0
108

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পুলিশ-সিআরপিএফ যৌথ অভিযানে খতম মাওবাদী শাখা সংগঠন জনমুক্তি ফ্রন্টের সেকেন্ড-ইন-কমান্ড জিদান গুড়িয়া। তার মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা।

CRPF staffs | newsfront.co
প্রতীকী চিত্র

সোমবার ঝাড়খণ্ডের খুঁটি জেলার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে তুমুল গুলির লড়াইয়ের পর নিহত হয় গুড়িয়া। খুন-দাঙ্গা-তোলাবাজি সহ মোট ১২৯টি মামলায় মোস্ট ওয়ান্টেড ছিল গুড়িয়া। শুধুমাত্র খুঁটি জেলাতেই তার নামে ছিল ১০৬টি মামলা।

আরও পড়ুনঃ কয়লা পাচার কান্ডে কলকাতায় তল্লাশি শুরু সিবিআই-র

জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর জানিয়েছেন, জনমুক্তি ফ্রন্টের টপ কমান্ডার জিদান গুড়িয়া কোয়েঙ্গসার গ্রামে পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে নিহত হয়েছে। গুড়িয়া এবং তার সঙ্গীদের গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। আচমকা গুড়িয়ার দল জঙ্গলের মধ্যে হামলা চালায় পুলিশের ওপর। আত্মরক্ষার্থে গুলি চালায় যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল, বেশ কিছু সিম কার্ড, ওয়াকি-টকি এবং নগদ টাকা।

আরও পড়ুনঃ আন্দোলনের সমর্থনে নোট লিখে দিল্লি সীমানায় আত্মহত্যার চেষ্টা কৃষকের

ধরা যায়নি ফ্রন্টের শীর্ষ নেতা দীনেশ গোপকে। এই নিয়ে চতুর্থবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে সে। গত এক মাসে চারবার তাকে ধরতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে যৌথ বাহিনী। দীনেশ এবং তার সঙ্গীদের ছবি দিয়ে পুরস্কারও ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার। ২০০৭ সালে নিজের বড় দাদা সুরেশ গোপকে খুন করে এই জনমুক্তি ফ্রন্ট তৈরি করে দীনেশ গোপ। গত ১৩ বছরে ঝাড়খণ্ডে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে এই দীনেশ গোপের জনমুক্তি ফ্রন্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here