সুবর্নরেখা মহাবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত ভাষা দিবস

0
73

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

Mother Language Day Celebration at Subarnarekha Mahavidyalaya
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা

একুশে ফেব্রুয়ারি জাতির কাছে একটি গৌরবোজ্জ্বল দিন।এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সু-পরিচিত।বাঙালির ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ গুলি বর্ষণ করে।

বেশ কয়েকজন তরুণ শহীদ হন।তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।২০১০ খ্রিস্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।এইদিন গোপীবল্লভপুরের সূবর্নরেখা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে আয়োজিত হয় একটি এক দিনের রাজ্যস্তরের আলোচনা চক্র।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে আন্তর্জাতিক ভাষা দিবস পালন

প্রদীপ প্রজ্জ্বলন,অতিথিদের বরন ও জাতীয় সংগীত গেয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়।এদিন রাজ্যস্তরের আলোচনা চক্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ লায়েক আলি খান, শ্রী প্রণব চক্রবর্তী (বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব), সূবর্নরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা গীতিকা পন্ডা সহ মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।নাচ,গান,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here