ভাগের মা জলও পাচ্ছে না

0
68

সুদীপ পাল,বর্ধমানঃ

কথাই বলে ভাগের মা গঙ্গা পায় না। প্রবাদ প্রবচনটি যে এভাবে সত্য হবে তার নিজের জীবনে তা স্বপ্নেও কল্পনা করেননি জামুড়িয়ার বাসিন্দা আনন্দময়ী ভট্টাচার্য।সত্তরোর্ধ্ব বৃদ্ধা প্রায় দশ দিন ধরে অভুক্ত অবস্থায় রয়েছেন।বাড়ির বউমা পুজোর ছুটিতে বেড়াতে গেছে।তাই তালা বন্ধ করে রাখা হয়েছে আনন্দময়ী দেবীকে। এদিকে আনন্দময়ী দেবীর জন্য যে জল এবং খাবার দেওয়া হয়েছিল,তা শেষ হয়েছে।কিছু না খাবার জন্যই হাঁটা-চলার ক্ষমতাটুকু হারিয়েছিলেন তিনি।

নিজস্ব চিত্র

তাঁর অস্ফুট কণ্ঠস্বর পান প্রতিবেশীরা আর তারপরেই শুরু হয় উদ্ধারকাজ।শরীর দুর্বল হয়ে পড়ায় আনন্দময়ীদেবীকে আকলপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।জানা যায়,দুর্গাপুজোর ষষ্ঠীর আগে থেকে বৃদ্ধা শাশুড়িকে ঘরের মধ্যে আটকে রেখে বাইরে চলে যান পেশায় গৃহশিক্ষিকা বউমা অপর্ণা ভট্টাচার্য।অপর্ণা দেবীর স্বামী মারা গেছেন।তাঁর মেয়ে বাইরে পড়াশোনা করেন।এই শাশুড়ি বৌমার সংসারেও যে এ ধরনের ঘটনা ঘটতে পারে তা দেখে বিস্ময় প্রকাশ করছেন অনেকেই।যদি অপর্ণা দেবীর বক্তব্য শাশুড়িকে বারবার বলা হয় ঘুরতে যাবার জন্য,তিনি রাজি হন না,এখানেই থেকে যান।তাই এই পদক্ষেপ নিতে হয়েছে।দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জামুড়িয়া থানার পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ বিসর্জনের ফলে দূষিত হচ্ছে হলং এর জল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here