মনিরুল হক, কোচবিহারঃ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ছাটারামপুর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত ওই মহিলার নাম সাবিত্রী অধিকারী(৩৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধলপলের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মৃতার মেয়ের। দিন কয়েক আগে দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে তাঁদের বিয়ে ঠিক হয়। কিন্তু শেষ পর্যন্ত ছেলের বাড়ির লোকজন বেঁকে বসে বলে অভিযোগ।
এরপরেই মৃত সাবিত্রী দেবীর মেয়ে বাড়ী ছেড়ে তার প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে তাঁকে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ। মেয়ের উপর নির্যাতনের কথা জানাতে পেরে বিদ্যুতের তারে নিজেকে জড়িয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবী করেছেন মৃতার স্বামী যোগেন অধিকারী। ওই ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানানো হবে বলেও মৃতার পরিবারের পক্ষে জানানো হয়েছে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584