রাজ্য সরকারের সহায়তায় বরাবাজারে ঘর পেল মতিলাল

0
101

মোহনা বিশ্বাস, পুরুলিয়াঃ

program| newsfront.co

একসময় জাতীয় স্তরের তীরন্দাজ ছিলেন। পুরুলিয়ার বরাবাজারই ছিল স্থায়ী ঠিকানা। অবশেষে এবছর অর্থাৎ ২০২১ সালে ভগবান তাঁর দিকে মুখ তুলে চেয়েছেন। নাহ্ আসলে ভগবান নয় এ হল ভগবানরূপী সরকার। সম্প্রতি ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন জায়গায় শিবির করে দুয়ারে সরকারের কাজ চলছে। ইতিমধ্যে ভালো সাড়া ফেলেছে সরকারের এই কর্মসূচি।

notice | newsfront.co

গত ৮ জানুয়ারি, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচির অন্তর্গত আরেকটি বিশেষ শিবির আয়োজন করা হয়। যার নাম শবর কল্যাণ শিবির। সেখানে মতিলাল শবর, তাঁর ঘরের প্রয়োজনের কথা জানান। এর আগে কোনো প্রকল্পে যে তিনি ঘর পাননি, তাও এদিন ওই শিবিরে বলেন এই তিরন্দাজ। এরপর শিবিরে উপস্থিত সরকারি আধিকারিকরাও খোঁজখবর নিয়ে দেখেন।

আরও পড়ুনঃ ঊর্ধ্বমুখী খাদ্য মূল্যস্ফীতি, বাড়ছে উদ্বেগ

মতিলালের প্রয়োজনটি যে সত্যিই যথার্থ, তা দেখার পর আর একমুহূর্ত দেরি না করে সরকারের পক্ষ থেকে মতিলাল শবরের নামে একটি ঘর বরাদ্দ করেন সরকারি আধিকারিকরা। রাজ্যসরকারের এই তৎপরতায় উচ্ছসিত মতিলাল শবর। শুধু তাই নয়, সরকারের এই নব উদ্যগকে সাধুবাদও জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here