নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীর পরিজনদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করলেন রাজ্যসভার সংসদ সদস্য মৌসম নুর। রেললাইনের দুই পাশের বাসিন্দাদের মধ্যেও খাবার বিলি করা হয়।
এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা তৃণমূল নেতা কাজল গোস্বামী বলেন, প্রায় ১৮০০ জন মানুষের মধ্যে এই খাবার বিতরণ করা হয়েছে। অন্যদিকে, প্রায় তিন হাজার মানুষের মধ্যে সাতদিন ধরে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বণ্টনের উদ্যোগ নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী।
আরও পড়ুনঃ মেদিনীপুর মেডিকেল কলেজে রোগীর আত্মীয়দের খাদ্য বিতরণ প্রেস ক্লাবের
এদিন কৃষ্ণেন্দুবাবু নিজে দাঁড়িয়ে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ বণ্টন করেন। প্রাক্তন মন্ত্রী বলেন, সাতদিন ধরে এই শিবির চলবে। ১২ রকমের নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করা হবে। লকডাউন শুরু থেকেই ত্রাণ কার্য চালিয়ে আসছেন ইংলিশবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার।
এদিনও দুলালবাবুর রাজনৈতিক দপ্তর থেকে প্রায় হাজার খানেক মানুষের মধ্যে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়। রান্নার কাজে হাত লাগান ভাইস চেয়ারম্যান নিজেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584