মনিরুল হক, কোচবিহারঃ
বামনহাট-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন ও উওরবঙ্গ এক্সপ্রেস অবিলম্বে চালু করার দাবীতে দিনহাটা স্টেশন মাস্টারকে স্মারকলিপি দিল এসএফআই, ডিওয়াইএফআই ও সিটু।রবিবার ওই তিন সংগঠনের পক্ষ থেকে যৌথ ভাবে দিনহাটা স্টেশন মাস্টার মৃদুল নন্দীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।ওই স্মারকলিপি মারফৎ রেলের আলিপুরদুয়ার ডিভিশনের বিভাগীয় আধিকারিকের কাছে দিনহাটা থেকে বন্ধ হয়ে থাকা ওই রেল পরিষেবা গুলো চালু করার দাবি জানানো হয়।
এদিন ওই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন রাজ্যে সম্পাদক মণ্ডলীর সদস্য সুভ্রালোক দাস, ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা ১ নং ব্লকের সম্পাদক অভিনব রায়, সভাপতি এন্দাদুল হক, সিআইটিইউ নেতা অভিজিৎ কুণ্ডু সহ আরও অনেকে। রবিবার ওই সংগঠনের নেতা কর্মীরা মিছিল করে দিনহাটা স্টেশনে আসেন। এবং সেখানে ১০ মিনিটের প্রতিকী রেল অবরোধ করেন তারা।তারপর স্টেশন মাস্টারের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
ভারতের ছাত্র ফেডারেশন রাজ্যে সম্পাদক মণ্ডলীর সদস্য সুভ্রালোক দাস বলেন,“দিনহাটা থেকে বন্ধ হয়ে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো একটি গুরুত্বপূর্ণ ট্রেন।ফলে দিনহাটার মানুষকে কলকাতার ট্রেন ধরতে সেই নিউ কোচবিহার স্টেশনে যেতে হয়।এছাড়াও বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বন্ধ হয়ে থাকায় ছাত্র-ছাত্রী ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ হয়রানির শিকার হচ্ছে। এখন রাসমেলায় যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে।আমাদের উত্তরবঙ্গের মানুষকে এভাবেই বঞ্চনা করা হচ্ছে।আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে যাবো।” স্টেশন মাস্টার মৃদুল নন্দী বলেন, “উত্তরবঙ্গ এক্সপ্রেস ও শিলিগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনগুলি বন্ধ আছে। ট্রেনগুলি চালুর দাবি জানিয়েছেন এসএফআই, ডিওয়াইএফআই ও সিটু। পক্ষ থেকে আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584