নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ইতিমধ্যেই দীঘা সৈকত এলাকা সৌন্দর্য রক্ষার্থে প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছিল সমুদ্র সৈকত এলাকায় অবৈধ দোকান চলবে না এছাড়াও সমুদ্র তীরে ঘোড়া বিভিন্ন বাচ্চাদের খেলনা সামগ্রী সহ, ফুচকার দোকান এবং চায়ের দোকান অবিলম্বে বন্ধ করতে হবে।
এতেই নড়েচড়ে বসে স্থানীয় বিজেপি নেতৃত্ব, সোমবার সেই সমস্ত দোকানের মালিক সহ স্থানীয় বেশকিছু বিজেপি নেতৃত্ব স্থানীয় প্রশাসন অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তারা।
তাদের দাবি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঝাল মুড়ি ও চা শিল্প চপ শিল্প করতে সেখানে কেন বেকারদের এভাবে উচ্ছেদ করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে যাতে স্থানীয় দোকানদারদের পুনর্বাসন দেওয়া হোক তারপর উচ্ছেদ করা হবে।
আরও পড়ুনঃ রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্কুল পড়ুয়াদের
ইতিমধ্যেই প্রশাসনের উচ্চ আধিকারিকের সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় স্থানীয় দোকানের মালিকরা যদি এই বিষয়ে প্রশাসন না হস্তক্ষেপ করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয় দোকানের মালিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584