দুই মাস পরে বাড়িতে জগদীশ, কাটমানি ইস্যুতে আন্দোলনে বিজেপি

0
71

মনিরুল হক, কোচবিহারঃ

বাড়িতে ফিরতেই স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে আন্দোলনে নামলেন বিজেপি কর্মী সমর্থকরা। আজ সিতাইয়ের চামটা এলাকার গিরিধারি বাজার ও আদাবাড়ি হরিবোলা বাজার এলাকায় কাটমানি ফেরতের দাবী তুলে মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা। শুধু তাই নয়, আগামী দিনেও বিধায়কের বিরুদ্ধে কাটামানি আদায়ের অভিযোগ তুলে টানা কর্মসূচী নিয়েছে বিজেপি।

jagadish basunia | newsfront.co
জগদীশ বসুনিয়া।ফাইল চিত্র

স্থানীয় বিজেপি নেতা নূর মহম্মদ প্রামাণিক বলেন, “বিধায়ককে সিতাইয়ে থাকতে হলে এখানকার সাধারণ মানুষের কাছ থেকে চাকরির নামে, ঘর পাইয়ে দেওয়ার জন্য সহ বিভিন্ন কারণে যে টাকা আদায় করেছেন, সেটা ফিরিয়ে দিতে হবে। না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।”

নূর মহম্মদ প্রামাণিক আরো জানান, আজকের ওই দুই এলাকার মিছিল ছাড়াও আগামী কাল কাটমানি ফেরতের দাবীতে সিতাই বাজারে আমাদের মহিলা সংগঠনের সভা রয়েছে। পরের দিন অর্থাৎ সোমবার বিধায়ককে টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ বিধায়কের বাড়ির সামনে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন।

jagadish basunia | newsfront.co
ফাইল চিত্র

তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়া বলেন, “গতকাল সিতাইয়ের বাড়িতে ফিরেছি। এখনও পর্যন্ত কোন ঝামেলা হয় নি। তবে শুনতে পাচ্ছি দু এক জায়গায় আমার বিরুদ্ধে মিছিল করা হয়েছে।” এদিকে সিতাইয়ের বাড়িতে ফিরতেই বিধায়কের বাড়ি ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ ব্ল্যাকমানি ফেরতের দাবিতে তৃণমূলের মিছিল জলঙ্গীতে

লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী। জয় পেয়েছে বিজেপির নিশীথ প্রামাণিক। তবু একমাত্র সিতাই বিধানসভা কেন্দ্র থেকে ৩০ হাজারেরও বেশী ভোটে এগিয়ে ছিল জোড়া ফুল। কিন্তু ফল প্রকাশের পরেই সিতাই এলাকার চিত্র পুরোপুরি পাল্টে যায়। হামলার আশঙ্কা করে সিতাইয়ের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান বিধায়ক জগদীশ বসুনিয়া ও তাঁর স্ত্রী তথা সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া। তাঁর ফাঁকা বাড়িতেই হামলার ঘটনা ঘটে। ব্যাপক ভাঙচুর করা হয়। কাটমানি ফেরতের দাবী তুলে সিতাই জুড়ে আন্দোলনে নামতে দেখা যায় বিজেপিকে। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই গতকাল তিনি সিতাইয়ে ফিরে যান। এদিকে তৃণমূল বিধায়কের বাড়ি ফেরার খবর পেতেই এদিন ফের কাটমানি নিয়ে টানা আন্দোলনের কর্মসূচী নেয় বিজেপি। কাজেই আগামীতে সিতাইয়ের রাজনৈতিক আবহাওয়া যে অনেকটাই উত্তপ্ত থাকবে, তার আভাস কিন্তু অনেকটাই স্পষ্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here