চিড়ের মিলের দূষণ রুখতে আন্দোলনে এলাকাবাসী

0
68

হরষিত সিং, মালদহঃ
চিড়ের মিলের দূষণ নিয়ে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা৷মিলের দূষণের প্রতিবাদ করায় স্থানীয় পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য৷পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবিতে একটি চিড়ার মিল রয়েছে৷ ১২ বছরের এই মিল বংশপরম্পরায় চালাচ্ছে মালিকপক্ষ৷স্বপন মিত্র প্রথমে এই মিলের দায়িত্বে থাকলেও বর্তমানে তাঁর ছেলে বাবু মিত্র মিলটি দেখাশোনা করছেন৷

এলাকার মহিলারা বন্ধ করছে মিলের ড্রেন। ছবিঃ অভিষেক দাস 

অভিযোগ, মিল চলাকালীন ধুলোতে শ্বাস নেওয়া দায় হয়ে পড়ে৷সেই ধুলো ড্রেনে জমে জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে এলাকায়৷ বাড়ছে মশার উপদ্রব, এলাকায় দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ৷বারবার বলা সত্ত্বেও দূষণ নিয়ন্ত্রণের জন্য মিল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি৷ বাধ্য হয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের দ্বারস্থ হন এলাকাবাসী৷ এলাকাবাসীর সমস্যার কথা বলতে গেলে পঞ্চায়েত সদস্য রিপন বর্মণকে বাবু মিত্র প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ৷ সমস্ত ঘটনা জানিয়ে গতকাল রাতেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই পঞ্চায়েত সদস্য৷ অবশেষে এদিন রিপনবাবুর সঙ্গে নিয়ে পথে নেমে গণস্বাক্ষর সংগ্রহ করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷মিল বন্ধের জন্য চলতে থাকে স্লোগান৷এলাকার ক্ষিপ্ত মহিলারা ওই মিলের ড্রেন বন্ধ করে দেন৷মালদা থানা সুত্রে জানা গিয়েছে, অভিযোগ জমা পড়েছে৷অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে৷

আরও পড়ুনঃ হকার উচ্ছেদের প্রতিবাদে ট্রেন অবরোধ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here