মনিরুল হক, কোচবিহারঃ
সরকার এবং সরকার পোষিত বিদ্যালয় গুলিতে প্রায় দুমাসের ছুটি ঘোষণা করায় ক্ষুব্ধ শিক্ষক সংগঠন গুলিও। বুধবার কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে একটি স্মারকলিপি দিয়ে শহরে বিক্ষোভও দেখায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ওই দুই শিক্ষক সংগঠন মাধ্যমিক শিক্ষক ও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। ওই স্মারকলিপি জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রীকে পাঠানো হয়।
তাঁদের দাবী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা,ভোট সব মিলিয়ে পঠন পাঠনের ক্ষেত্রে খুব বেশী অগ্রগতি হয় নি। এরই মধ্যে এই দীর্ঘ ছুটি আরও বেশী ক্ষতি করবে পড়ুয়াদের।তাই অবিলম্বে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের ছুটির এই নির্দেশিকা প্রত্যাহারের করতে হবে।অবিলম্বে স্কুল খুলে দেওয়ার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়া হয়।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির কোচবিহার জেলা সভাপতি উদয় কুমার ভট্টাচার্য বলেন,“আমরা পড়াতে চাই।কিন্তু তা করতে দিচ্ছে না সরকার।পড়ুয়াদের ছুটির ফাঁদে ফেলে গোটা শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের পথে নিয়ে যেতে চাইছে এই সরকার।”
আরও পড়ুনঃ বর্ধিত ছুটির বিরুদ্ধে মালদহে প্রতিবাদ মিছিল
তিনি আরও বলেন,মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা,ভোট সব মিলিয়ে পঠন পাঠনের ক্ষেত্রে খুব বেশী অগ্রগতি হয়নি।এরই মধ্যে এই দীর্ঘ ছুটি আরও বেশী ক্ষতি করবে পড়ুয়াদের।তাই আমরা ছাত্রছাত্রীদের যাতে ক্ষতির সম্মুখীন না হয়,তাঁদের সুবিধার কথা ভেবে আমরা আজ এই আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584