মোহনা বিশ্বাস, হুগলিঃ
করোনার আবহে জন্ম নিল করোনা। হ্যাঁ, এই করোনা পরিস্থিতির মধ্যেই দ্বিতীয়বার মা হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। কন্যা সন্তানের নাম রাখলেন করোনা।
হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিনেই শ্রীরামপুরের এক বেসরকারী হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অপরূপা পোদ্দার।
এই সুখবর পাওয়া মাত্রই আনন্দে আত্মহারা হয়ে পড়েন সাংসদের স্বামী সাকির আলি। তিনিও রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর। খুশির খবর পেয়ে সাকির আলি মেয়ের নাম রাখেন করোনা।
আরও পড়ুনঃ গ্রিন জোন রায়গঞ্জে কাল থেকে চলবে সরকারি বাস
তিনি বলেন, বর্তমানে করোনা গোটা পৃথিবীকে গ্রাস করেছে। আর এর মধ্যেই তাঁর স্ত্রী অপরূপা পোদ্দার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তাই ওই সদ্যোজাত-র নাম রাখা হয়েছে করোনা।
তবে এটা তাঁর আসল নাম হবে না। সদ্যোজাতর ডাক নাম রাখা হল করোনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদের মেয়ের আসল নাম রাখবেন। সাংসদের স্বামী সাকির আলি মনে করেন, খুব শীঘ্রই এই কঠিন অসুখ থেকে মুক্তি পাবে পৃথিবী। বিশ্বে আবারও শান্তি ফিরে আসুক, আজকের দিনে এই কামনাই করলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584