নির্বাচন কমিশনকে দেওয়া তথ্যে ভুল প্যান নম্বর সাংসদদের

0
186

ওয়েবডেস্ক,নিউজ ফ্রন্টঃ

দেশের ছয় জন প্রাক্তন মুখ্যমন্ত্রী, দশ জন সিটিং মন্ত্রী সহ মোট একশো চুরানব্বই জন আইন সভার সদস্য নির্বাচন কমিশনকে ভুল প‍্যান তথ্য জমা দিয়েছেন।

২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত নির্বাচন কমিশনকে দেওয়া এফিডেভিটের তথ্য ও আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের তুলনা করে দেখা গেছে যে, হয় তারা প‍্যান নম্বরের সংখ্যাগুলো দু-একটি ওলটপালট করে দিয়ে জমা দিয়েছেন অথবা এমন প‍্যান তথ্য জমা দিয়েছেন যার বাস্তবে কোন অস্তিত্বই নেই।

কোবরা পোস্ট সূত্রে জানা গেছে যে, বেশিরভাগ ক্ষেত্রেই ঐ রাজনীতিবিদরা তাদের প‍্যান নম্বরের দু-একটি সংখ্যা ওলটপালট করে জমা দিয়েছেন যাতে একনজরে ধরা না পড়ে বা দেখতে একই রকম লাগে।

যদিও কোবরা পোস্ট তাদের আর্টিকেলে জানিয়ে দিয়েছে যে ঐ ১৯৪ জন রাজনীতিবিদ যে ইচ্ছা করে ভুল প‍্যান তথ্য নির্বাচন কমিশনকে জমা দিয়েছেন তা নাও হতে পারে।হতে পারে সেগুলো হিউম্যান এরর বা মানুষের ভুল।তবে এটা বিশ্বাস করা মুশকিল যে একসঙ্গে ১৯৪ জন একই ধরনের ভুল করবেন!

১৯৪ জন সাংসদের মধ্যে ৭২ জন কংগ্ৰেসের,৪১জন বিজেপি’র।এই তালিকায় অন‍্যান‍্যদের মধ্যে আছেন সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি,জনতাদল ইউনাইটেড, ন‍্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এন সি পি) ও হিন্দুস্তানী আওয়ামী মোর্চার সাংসদেরা।

আরও পড়ুনঃ এবিভিপির মিছিল ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here