নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে কাশ্মীরে শহীদ হওয়া জওয়ান দীপক মাইতির স্মরণ সভা উপলক্ষ্যে একটি মূর্তি প্রতিস্থাপন করা হয়।
শহীদ সেনা দীপক মাইতির স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মানস ভুঁইয়া, সবং পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি এবং বিকাশ ভুঁইয়া সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা।ছিলেন শহীদ জওয়ানের দাদা উত্তম মাইতি।মানস বাবু বলেন, ‘এক বীর সেনানীর আত্ম বলিদানকে সম্মান জানাতে প্রতি বছর আমরা সমবেত হই,বিনম্র চিত্তে তাকে সকলে শ্রদ্ধা জানাই।’
আরও পড়ুনঃ তৃণমূল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন
১৯৭৩ সালে সবংয়ের মোচা গ্রামে জন্মেছিলেন এই বীর সেনা।২০১৭ সালের ৩ জুন বহিঃশত্রুর হাত থেকে দেশকে বাঁচাতে নিজেকে সে বলিদান দেন এই বীর সেনা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584