নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সোমবার আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা এবং মাদারিহাটের বিধায়ক মনোজ টিগগা যৌথভাবে পরিদর্শন করলেন বান্ধাপানি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা।
এদিন তারা বন্ধ বান্ধাপানি চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলেন। তাদের অভাব অভিযোগগুলি শোনেন।
এছাড়া এলাকার বাসিন্দারা অবিলম্বে বাগান খোলা, নদী ভাঙ্গন, পানীয় জল, মাধ্যমিক স্কুল, যাতায়াতের জন্য অন্তত একটি সরকারি বাস সহ বিভিন্ন সমস্যা জন প্রতিনিধিদের কাছে তুলে ধরেন।
বিধায়ক মনোজ টিগগা বলেন রাজ্য সরকারের অসহযোগিতার ফলে দীর্ঘ দিন ধরে বাগানটি খুলছে না। স্বাধীনতার ৭৩ বছর পরেও এলাকাবাসীদের পানীয় জলের জন্য ভূটানের উপর নির্ভর করতে হয়। অথচ রাজ্য সরকার উদাসীন। এটা আমাদের কাছে লজ্জার বিষয়। এছাড়া নদী ভাঙ্গন, মাধ্যমিক স্কুল এবং যাতাযাতের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই। তিনি বলেন জ্বলন্ত সমস্যাগুলি সংসদে এবং বিধানসভায় তোলার পাশাপাশি বিভিন্ন দপ্তরে দরবার করব।তাতেও যদি সমাধান না হয় তাহলে বৃহত্তর পদক্ষেপ নিতেও পিছপা হব না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584