শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
মুখোশ বিক্রির টাকা আত্মসাৎ করার অভিযোগ নাট্যব্যক্তিত্বের বিরুদ্ধে। মুখোশ বিক্রির পাওনা টাকা ফেরত চেয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ।অবশেষে টাকা পাওয়ার আশায় জেলা পুলিশ সুপারের দ্বারস্থ
দক্ষিণ দিনাজপুরের মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড। প্রসঙ্গত উল্লেখ যে,দক্ষিণ দিনাজপুর জেলার হস্তশিল্পের অন্যতম পরিচায়ক কুশমন্ডি ব্লকের মহিষবাথান এলাকার মুখোশ ইতিমধ্যেই জেলা, রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি জমিয়েছে।এই মহিষবাথান এলাকার মুখোশ ইতিমধ্যেই পেয়েছে জিআই স্বীকৃতিও।
মহিষবাথানের তৈরী মুখোশ শিল্পের সঙ্গে যুক্ত হস্তশিল্পীদের ভাগ্য পরিবর্তন ঘটাতে তথা এই মুখোশ শিল্পের প্রসার ঘটাতে একদা গড়ে উঠে মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমবায়।কিন্তু মুখোশ বিক্রি করে পাওনা টাকা না পাওয়ায় এই মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড বর্তমানে বিপাকে।
আরও পড়ুনঃ
মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড-এর সম্পাদক পরেশ চন্দ্র সরকার-এর অভিযোগ বিগত বছরের নভেম্বর মাসে এক লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের কাঠ ও বাঁশের তৈরী মুখোশ কোলকাতার নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় বাকিতে মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড থেকে ক্রয় করেন বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের সৌন্দর্য্যায়ন কল্পে ব্যবহার করার জন্য।
আরও অভিযোগ সেই সময় নাট্যব্যক্তিত্ব ঐ ক্রেতা মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড-এর সদস্যদের জানায় সরকারের কাছ থেকে মুখোশের টাকা পেলে তিনি পাওনা টাকা মিটিয়ে দেবেন। এরপর দীর্ঘ প্রায় পাঁচ মাস সময় অতিক্রান্ত হওয়ার পর সম্প্রতি দিনকয়েক পূর্বে প্রায় ১২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন হয়।
এবং উদ্বোধিত হওয়া নাট্য উৎকর্ষ কেন্দ্রে বাঁশ ও কাঠের তৈরী বিভিন্ন মুখোশ সৌন্দর্য্যায়ন রুপে সজ্জিত হতে দেখা গেলেও যদিও তাদের মুখোশ বিক্রির পাওনা টাকা পাওনাই রয়ে যায়। অভিযোগ এরপর মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা জানতে পারে তাদের ঐ মুখোশ বিক্রির টাকা ইতিমধ্যেই সরকারের কাছ থেকে তুলে নিয়েছে নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়।
এরপরেই টাকা ফেরত পেতে দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয় মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড-এর সম্পাদক।যদিও এই বিষয়ে অভিযুক্ত দেবেশ চট্টোপাধ্যায়ের কোন বক্তব্য যোগাযোগ না করতে পারার কারনে জানা সম্ভব হয়নি তবুও এই ঘটনা প্রকাশ্যে আসতেই জেলার ঐতিহ্যবাহী মুখোশ শিল্পীদের সংগঠন মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড-এর মুখোশ বিক্রির টাকা না পাওয়া নিয়ে নাট্যব্যক্তিত্ব তথা বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ-এর ভূমিকা নিয়ে জেলাবাসীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584