স্পোর্টস ডেস্কঃ
বাঁচা-মরার লড়াইয়ে মুম্বাইয়ের টার্গেট ছিল ১৭৫। কিন্তু লড়াইয়ে নেমে ১৬৩ রানে অল আউট হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ানস।এর ফলে ১১ রানে হেরে আইপিএল ২০১৮ থেকে বিদায় নিল তারা।
টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন রিষভ প্যান্ট। তিনি ৪৪ বলে ৬৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৬৩ রানে অল আউট হয়ে যায় মুম্বাই। প্রথমে লিউইস ৪৮ রান করলেও নিয়মিত উইকেট হারাতে থাকে মুম্বাই। শেষে বেন কাটিং-এর লড়াইয়ে জয়ের দোড়গোড়ায় পৌঁছে যায় তাঐ । শেষে প্রয়োজন ছিল ৫ বলে ১২। কিন্তু পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন। তিনি করেন ২০ বলে ৩৭ রান। পরের বলেই ১৬৩ রানে অল আউট হয়ে যায় মুম্বাই। দিল্লির হয়ে অমিত মিশ্র,সন্দীপ ও হর্ষাল প্যাটেল তিনটি করে উইকেট নেন।
(ছবি-টুইটার)
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584