নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
মুখ্যমন্ত্রী আসার আগে সভাস্থল ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিক ও পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। আগামী ১০ ফেব্রুয়ারি জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ তারিখ তাঁর সতী ঘাটে সভা করার কথা। সে কারণেই মুখ্যমন্ত্রীর সেই সভাস্থল ঘুরে দেখলেন বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত ও প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও ফাঁক-ফোকর না থাকে এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে জোরদার করতে এই পদক্ষেপ প্রশাসনিক আধিকারিকদের।
বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত জানান যে ইতিমধ্যে আমরা দলীয় সূত্রে খবর পেয়েছি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ১০-১২ তারিখ জেলায় অবস্থান করবেন এবং ১১ তারিখ বাঁকুড়া জেলার পঞ্চায়েত স্তর এবং বুথ কর্মীদের সাথে একটি কর্মীসভা করবেন। যেখানে ৫০,০০০ কর্মীর সমাগম হবে বলে আশাবাদী তিনি।
এছাড়াও তিনি বলেন, আগামী দিনে আমাদের কর্মসূচি কী হবে সে ব্যাপারে আমাদের নির্দেশ দেবেন। তবে পৌরসভা নির্বাচনের সঙ্গে এই সভার কোনও সম্পর্ক নেই বলে জানান পৌর প্রধান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584