নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কুলিক নদীর জলে প্লাবিত দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তপন দাস।
দক্ষিণ বীরনগর এলাকার কিছু বাড়িতে বৃষ্টি ও নদীর জলে জমে যাওয়ার কারণে গৃহহীন হয়ে পড়েছেন অনেকে। বাধ্য হয়ে ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তারা।

শনিবার ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন স্থানীয় কাউন্সিলার। একটানা প্রবল বর্ষণের কারণে কুলিক নদীর জলে প্লাবিত হয়েছে রায়গঞ্জ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের একাংশ। রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বীরনগর এলাকার বেশ কিছু বাড়িতেও জল ঢুকে যায়।
আরও পড়ুনঃ আরো ২টি গোয়েন্দা কুকুর বন দফতরের হাতে
এদিন চাল, ডাল, তেল, নুন, আলু ও সোয়াবিন এবং হাত ধোওয়ার জন্য একটি করে সাবান তুলে দেওয়া হয় দুর্গত মানুষদের হাতে।
তপনবাবু বলেন, ‘করোনা নিয়ে সচেতন থাকতে হচ্ছে। এরমধ্যে বন্যা দূগর্তদের ত্রাণ শিবিরে সামাজিক দূরত্বের বিষয়টি ঠিকভাবে লক্ষ্য রাখা সম্ভব হচ্ছে না। তাই ত্রাণ শিবিরে আশ্রিত মানুষদের একটি করে সাবান দিয়েছি, যা এই মুহুর্তে তাঁদের খুব কাজে আসবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584