তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জ পৌর উৎসবের সূচনায় পৌর পিতা বললেন এই পৌর উৎসব কালিয়াগঞ্জ বাসীর। রবিবার পৌর ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দ্বিতীয় বর্ষের পৌর উৎসবের সূচনা করলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল।
তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন “এই পৌর উৎসব কালিয়াগঞ্জ পৌর সভার নয়।এই পৌর উৎসব কালিয়াগঞ্জের আপামর জনসাধারণের।কালিয়াগঞ্জের আমাদের ঘরের ছেলেমেয়েদের সাংস্কৃতিক চর্চা ও ছেলেমেয়েদের ক্রীড়া চর্চার বিকাশের কারণেই এই উৎসব।সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়ার চর্চার ব্যবস্থা আমরা পৌরসভার পক্ষ থেকে যদি করে দিতে পারি তাহলে আমাদের কালিয়াগঞ্জের ছেলে মেয়েরা কালিয়াগঞ্জের সুনাম সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে অতি দ্রুত শুধু রাজ্যই নয় জাতীয় স্তরে কালিয়াগঞ্জের সন্মান এনে দিতে সক্ষম হবে বলে তার দৃঢ় বিশ্বাস।” রবিবার কালিয়াগঞ্জের পৌর ভবনে তিনটি বিভাগ মিলে প্রায় ২৫০জন ছেলেমেয়ে অঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন উপ-পৌর পিতা কমল ঘোষ, ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কমিশনারগণ সহ কালিয়াগঞ্জের বিশিষ্ট নাগরিকবৃন্দ।
কালিয়াগঞ্জ পৌর সভার দ্বিতীয় বর্ষের মূল পৌর উৎসব শুরু হবে আগামী ১৪ই নভেম্বর।চলবে ১৮ই নভেম্বর পর্যন্ত।এই কয়েক দিনের অনুষ্ঠানে থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।আগামী ১৪ই নভেম্বর বেলা তিনটার সময় আমার সোনার বাংলা -সকল ধর্মের মানুষের সমন্বয়ে শান্তি,উন্নয়ন,সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির লক্ষ্যে মুখোশ নৃত্য,আদিবাসী নৃত্য সহ যোগে বের হবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানে পা মেলাবেন হাজার হাজার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584