হরষিত সিং, মালদহঃ
ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে মিড-ডে মিল প্রকল্পে বিদ্যালয়গুলিকে রান্নার বিভিন্ন সামগ্রি তুলে দেওয়া হল।সোমবার মালদহ শহরের টাউন হলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামগ্রী গুলি বিদ্যালয় কতৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।পাশাপাশি এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি বিজয়াসন্মেলনীর আয়োজন করা হয়।
রাজ্য সরকারের উদ্যোগে মিড-ডে মিল প্রকল্পে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রান্নার সুব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।তারি অঙ্গ হিসাবে মালদহের ইংরেজবাজার পুরসভার উদ্যোগে শহরের বিদ্যালয়গুলিতে বিভিন্ন সামগ্রি তুলে দেওয়া হল।সোমবার শহরের টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার শহর বিদ্যালয় পরিদর্শক তুষার কান্তি রায় ও সাওয়ান সরকার।পুরসভার কাউন্সিলার শুভময় বসু সহ পুরসভার আধিকারিকেরা।এদিন শহরের মোট ১০৮ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সামগ্রিগুলি তুলে দেওয়া হয়।এদিন পুরসভার পক্ষ থেকে বিদ্যালয়গুলিতে চাল রাখার স্টিলের কন্টেনার,ডাল রাখার প্লাস্টিকের কন্টেনার, পড়ুয়াদের বসার ম্যাট,রান্নার কড়াই সহ বিভিন্ন সামগ্রি দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584