সুদীপ পাল,বর্ধমানঃ
এক দুজন নয়,দুর্গাপুরের ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত তামলা এলাকার আদিবাসী পাড়ায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০।এত মানুষ কিভাবে ডায়রিয়ায় আক্রান্ত হলেন তা দেখতে নড়েচড়ে বসেছে দুর্গাপুর পুরসভা।এই ওয়ার্ডের বাসিন্দারা যে জল পান করছেন তার মধ্যে ডায়রিয়া জীবাণু রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুরসভা কতৃপক্ষ।পানীয় জলের নমুনা সংগ্রহ করে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও অফিসের ল্যাবে পাঠানো হয়েছে।একই সাথে পৌরসভার স্বাস্থ্য দফতরের মেডিকেল টিম স্থানীয় মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

তামলার আদিবাসী পাড়ায় অসুস্থদের যথাযথ পরিষেবা দিতে দুর্গাপুর পৌরসভার স্বাস্থ্য দফতর ও দুর্গাপুর মহকুমা হাসপাতাল যৌথভাবে কাজ করছে।দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি বলেন,যে জল ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে তার রিপোর্ট এলেই বোঝা যাবে ডায়রিয়ার কারণ কি।তবে আশার কথা নতুন করে কেউ আর অসুস্থ হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়,এলাকায় একটি পুকুর রয়েছে। এই ওয়ার্ডের বাসিন্দারা সেই পুকুরের জল দৈনন্দিন কাজগুলির জন্য ব্যবহার করেন। স্থানীয়দের অনুমান এই পুকুরের জল থেকেই হয়তো এই সমস্যা দেখা দিয়েছে।অনেকে বলছেন পানীয় জল থেকেও এই বিপত্তি ঘটে থাকতে পারে।যদিও পুরসভার বক্তব্য সরবরাহ করা জল থেকে রোগ ছড়ালে তা আরো অনেক বড় এলাকা জুড়েই ছড়াতো।শুধু এইটুকুতেই সীমাবদ্ধ থাকত না।
আরও পড়ুনঃ মাদক খাইয়ে চুরির ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584