ধারে বিড়ি না দেওয়ায় পুড়িয়ে হত্যা

0
80

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

Murder by burning against neighbours
নিজস্ব চিত্র

ধারে বিড়ি না দেওয়ায় এক মুদি ব্যাবসায়ি ও তার স্ত্রীকে রাতের অন্ধকারে পুড়িয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে।

Murder by burning against neighbours
মৃত।নিজস্ব চিত্র

শুক্রবার গভীর রাতে রতুয়া থানার বাহারাল পঞ্চায়েতের পরানপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে,মৃত ব্যাক্তির নাম মহম্মদ কুসুমুদ্দিন (৬০)ও তার স্ত্রী মহেলা বিবি(৫৫)।তাদের বাড়িতে মুদির দোকন রয়েছে। পরিবারে রয়েছে ৯ ছেলে মেয়ে।বাড়ি রতুয়া থানার বাহারাল পঞ্চায়েতের পরানপুর গ্রামে।

জানা গিয়েছে,শুক্রবার রাতে দোকানে বসেছিলেন কুসুমুদ্দিন।সেই সময় প্রতিবেশি জাইলুন মিঞা দোকানে আসে। ধারে বিড়ি কিনতে চায়। কিন্তু আগের টাকা ধার থাকায় দিতে রাজি হয়নি কুসুমুদ্দিন।এই নিয়ে দুই জনের মধ্যে বিবাদ হয়। স্থানীয় ও পরিবারের লোকেরা বিবাদ থামায়। গভীররাতে কুসুমুদ্দিন ও তার স্ত্রী বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিল। অভিযোগ সেই সময় অভিযুক্ত জাইলুন মিঞা ঘুমন্ত দুই জনের শরীরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহেলা বিবির।

আরও পড়ুনঃ অগ্নিকান্ডে ভস্মীভূত বাসগৃহ

পরিবারের লোকেরা কুসুমুদ্দিনকে আশঙ্কাজনক আবস্থায় মালদা মেডিকেলে ভর্তি করলে সেখানে মৃত্যু হয়। ঘটনায় রতুয়া থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। পলাতক অভিযুক্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here