সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা থানার ২৩ নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ার ঘটনা।সাত বছর মনোজিত তালুকদারের সঙ্গে সংশ্লিষ্ট থানার ২২ নং ওয়ার্ডের বাসিন্দা সুরাইয়া বিবির সঙ্গে।তাদের কোন সন্তান সন্ততি ছিল না,আট মাস পূর্বে সন্তানের মা সুরাইয়া বিবি।উপার্জনের কোন ভাবনা চিন্তাই ছিল না মনোজিতের এরমধ্যে আবার দাবার নেশায় বুঁদ হয়েছিল।এ নিয়ে পরিবারে আশান্তি লেগেই থাকত।উপার্জনহীন সংসারে আর্থিক টানাটানি তার উপর মনোজিত মাঝে মাঝেই মারধোর করত।অত্যাচারিত হয়ে সুরাইয়া বেশ কয়েকবার বাপের বাড়ি চলে যায়।দাদা বৌদি বুঝিয়ে আবার ফেরত পাঠিয়েছে।কিন্তু গতকাল সন্ধ্যায় সুরাইয়া বিবির বাপের বাড়ির খবর যায় যে তাদের বোন অসুস্থ। খবর পেয়ে ঘটনাস্থলে যান সুরাইয়া বিবির বাপের বাড়ির লোকজন গিয়ে শোনে তাদের বোন গলাই দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হবার চেষ্টা করেছে এবং সুরাইয়া বিবিকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোম ভর্তি করা হয়েছে, সুরাইয়া দাদা বৌদিরা সেই নার্সিংহোম যায় এবং জানতে পারে নার্সিংহোমে নিয়ে আসার অনেক আগেই মারা গিয়েছে সে।সুরাইয়া দাদা বৌদিরা দেখে যে তাদের বোনের নিথর দেহ স্ট্রেচারে শোয়ানো আছে।এখান থেকেই তাদের সন্দেহ ঘনীভূত হয় যে,সুরাইয়া আত্মহত্যা করেনি তাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।তারা মহেশতলা থানায় অভিযোগ লিখিত দায়ের করে।সেই অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ সুরাইয়া স্বামী শ্বশুর বাড়ির লোকজনদের গ্রেফতার করে।তাদের আজ আলিপুর আদালতে তোলা হবে।একইসাথে সুরাইয়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সভায় যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত বিজেপি নেতা-কর্মী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584