রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
পাওনা দুশো টাকা না দেওয়ায় বন্ধুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সালার থানার পিলখুন্ডি গ্রামে। ঘটনার পরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে সালার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রেজাউল শেখ (২২)।সমবয়সী অভিযুক্ত যুবকের নাম ইউনুস শেখ। দুজনেরই বাড়ি পিলখুন্ডি গ্রামে।
সালার থানার পুলিশ জানিয়েছে,অভিযোগের ভিত্তিতে ইউনুস শেখকে গ্রেপ্তার করে কান্দি মহকুমা আদালতে হাজির করা হয়েছে। টাকা পয়সা লেনদেনের কারনেই খুন বলে তদন্তে উঠে এসেছে।
আরও পড়ুনঃ সিআইডি হেফাজতে সিরিয়াল কিলার কামরুজ্জামান
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে,মৃত রেজাউল শেখের কাছে দুশো টাকা ধার নিয়েছিল ইউনুস শেখ।মাস দুয়েক থেকে পাওনা টাকার জন্য চাপ দিচ্ছিল রেজাউল। ওই দুজন ছাড়া গ্রামের বেশ কয়েকজন যুবক গ্রামের একটি গ্রিল তৈরির কারখানার আড্ডা দিত। এদিন সকালে সেখানেই বসেছিল তারা।
রেজাউল ধারের দুশো টাকা চাওতেই বচসা শুরু হয়। চরম উত্তেজনা তৈরি হলে পাশে পড়ে থাকা লোহার হাতুড়ি দিয়ে রেজাউলের মাথায় বাড়ি মারে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানেই মৃত্যু হয় রেজাউল শেখের।
মৃতের পরিবারের দাবি, সামান্য কারনে দীর্ঘদিনের বন্ধুকে এভাবে পিটিয়ে মারতে পারে ধারনা ছিলনা। ইউনুসের বিরুদ্ধে সালার থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। তদন্তে নেমে বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584