সিনা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
দিদিদের সামনে বোনকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করল মেমানপুর নিবাসী শিবু কর্মকার। ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার মেমানপুরের রামকৃষ্ণ পল্লীতে। ইতিমধ্যেই এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
দীর্ঘ ১৭ বছর আগে মেমানপুরের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা শিবু কর্মকারের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় বেহালার পর্ণশ্রী নিবাসী মধুমিতা কর্মকারের। ভালো ভাবেই কাটছিল তাদের বিবাহিত জীবন।
কিছুকাল পর একটি পুত্র সন্তানের জন্ম হয় এবং এভাবে সুখে শান্তিতেই চলছিল সাংসারিক জীবন। কিন্তু ধীরে ধীরে স্বামী-স্ত্রী’র মধ্যে নানা কারণে সন্দেহ বাড়তে থাকে। সুখের সংসারে নেমে আসে কালো মেঘের ছায়া। বাড়তে থাকে তাদের পারস্পরিক দূরত্ব।
সময়ের স্রোতে তাঁদের সন্দেহ এতই তীব্র হয়ে ওঠে যে স্বামী স্ত্রী দুই জন গত তিন মাস থেকেই আলাদা হয়ে যান। স্ত্রী মধুমিতা কর্মকার তাঁর দিদি বাড়ি বেহালার পর্ণশ্রীতে থাকতে শুরু করেন। ঠিক এইসময় থেকেই শুরু হয় তাদের ডিভোর্সের ফাইল তৈরি।
ইতিমধ্যে তাদের ছেলে ইমন কর্মকার(১২) বড় হয়ে ওঠে। বর্তমানে সে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ছেলেটি তার বাবা শিবু কর্মকারের কাছে থাকত।
আরও পড়ুনঃ জিয়াগঞ্জে প্রাথমিক শিক্ষক পরিবার খুনের অভিযোগে ধৃত ২
এই ১৩ অক্টোবর, রবিবার ছিল ইমনের জন্মদিন। তাই ছেলেকে দেখার জন্য দিদিদের সঙ্গে নিয়ে মধুমিতা কর্মকার ১২ অক্টোবর, শনিবার তাঁর স্বামীর বাড়ি মেমানপুরে আসেন। বাড়িতে প্রবেশ করা মাত্রই মধুমিতার উপর শিবু কর্মকার ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মধুমিতার দিদিরা বোনকে বাঁচাতে গেলে অন্ধকার ঠেলে ফেলে দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে শিবু।
শিবু কর্মকারের বাড়ি লোকালয় থেকে ফাঁকা জায়গায় হওয়ায়, মধুমিতা এসেছিল দিদিদের সাথে। দূর্ভাগ্যবশত পুরো ঘটনাটি ঘটার সময় চিৎকার চেঁচামেচি করেও লোক জোগাড় করতে পারেননি মধুমিতার দিদিরা।
ততক্ষণে কাজ সম্পূর্ণ করে চম্পট দিয়েছিল শিবু। তবে পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় মধুমিতাকে বজবজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শিবু কর্মকার (৪৫)পেশায় ছিলেন ইলেকট্রিক মিস্ত্রী এবং প্লাস্টিক বিক্রেতা। মধুমিতা কর্মকার (৪২) বি পি পোদ্দারে গার্ডের কাজ করতেন। শিবু কর্মকারকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584