বিবাহের প্রস্তাব নাকোচ করায় খুন হলো মেধাবী ছাত্রী

0
197

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিক যুবকের হামলায় দ্বাদশশ্রেণীর এক মেধাবী ছাত্রীর মৃত্যু হয়েছে।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া স্টেশন লাগোয়া এলাকায়।মৃত ছাত্রীর নাম প্রেরণা মাইতি (১৭)। তাকে গুরুতর আহত অবস্থায় তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃতা ছাত্রী। নিজস্ব চিত্র

মৃতের পরিবার সূত্রে জানানো হয়েছে, তাঁদের বাড়ি পাঁশকুড়ার মধুসূদনবাড় এলাকায়।প্রেরণা বর্তমানে বার্লিবাড় হাইস্কুলে বিজ্ঞান বিষয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রী।বেশ কয়েক মাস ধরেই পাঁশকুড়া বনমালী কলেজের ৩য় বর্ষের ছাত্র সমীর সাহু নামের এক যুবক তাকে প্রায়শই উত্যক্ত করত।প্রেরণা একটি মেস বাড়িতে থেকে পড়াশোনা চালাতো ,কিন্তু কিছুদিন আগেই সেই মেস বাড়িতে গিয়ে মেয়েটির ওপর হামলা চালায় অভিযুক্ত যুবক।যার জেরে সেই মেসবাড়ি ছেড়ে আসতে বাধ্য হয় মেয়েটি।এই নিয়ে থানা পুলিশও হয়েছে।তবে ছেলেটির দাদা পাঁশকুড়া থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত হওয়ায় পুলিশ তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।মৃত প্রেরণার মা ঊষারানী মাইতি তমলুক হাসপাতালে এসে জানিয়েছেন, দিন তিনেক আগেই ছেলেটির বাবা তাঁদের বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু কৃতি ছাত্রীটির পড়াশোনার ক্ষতি হবে বলে তাঁরা এই প্রস্তাবে রাজি হননি।এরপরেই আজ সকাল ৯.৩০টা নাগাদ প্রেরণা টিউশান পড়ে যখন সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল সেই সময় পাঁশকুড়া স্টেশন রোডে অভিযুক্ত যুবক তাঁর ওপরে হামলা চালায়।

আরও পড়ুনঃ চোলাই মদের বিষ ক্রিয়ার বলি সাত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here