নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
ভালোবেসে বিয়ে করার পরেও ইঁট দিয়ে থেতলে এক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে।মৃতার নাম রমা মাজি (২৭) ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মধুবন গ্রামের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, দীর্ঘ কয়েক বছর মেলামেশার পর ২০১৬ সালে মধুবন গ্রামের প্রতিবন্ধী মেয়ে রমা মাজিকে ভালোবেসে বিয়ে করে ঐ গ্রামেরই যুবক যাদব মাজি। বিয়ের পর থেকেই ঐ গৃহবধূকে স্বামী ও শ্বশুর বাড়ির লোক শারিরীক ও মানসিক নির্যাতন করতো বলে অভিযোগ।ইতিমধ্যে বেশ কয়েকবার ঐ গৃহবধূ বিষয়টি পুলিশে লিখিতভাবে জানিয়েও ছিলেন।সম্প্রতি প্রাণহানির আশঙ্কা করে মৃত রমা মাজি বিষ্ণুপুরের এসডিপিওকে চিঠি লেখেন।যেখানে তিনি সংসার করতে চাইলেও শ্বশুর বাড়ির তরফে তাকে অত্যাচার করা হয় বলে তিনি অভিযোগ করেন।পরে শুক্রবার সকালে ঐ অন্তঃসত্ত্বা গৃহবধূ রমা মাজিকে তার স্বামী যাদব মাজি মাথায় ইঁট দিয়ে থেতলে দেয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মৃতার মামা শশাঙ্ক বসানী অভিযোগ, ভাগ্নী রমা মাজিকে তার স্বামী যাদব মাজি ইঁট দিয়ে থেতলে খুন করেছে।
এই মর্মে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584