নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
প্রাচীন ‘ভৈরবীর’ পূজা ও শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা এলাকার ফতেপুর গ্রামের ভৈরবী মায়ের মন্দির। হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের উপরে অবস্থিত এই প্রাচীন দেবস্থান।
ফতেপুরের রাজা- ফতেসিং আজ থেকে প্রায় ৪০০ বছর আগে ভৈরবী মায়ের পূজা এই স্থানেই মহা সমারোহে করতেন বলে কথিত আছে এলাকায়।
রাজা আমল চলে যাওয়ার পর থেকে দীর্ঘদিন ধরেই অবহেলিত হয়ে ঝোপঝাড়ের মাঝে অবস্থান হয়েছিল এই প্রাচীন ভৈরবীর। পরে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের এই এলাকায় বিভিন্ন ভাবে দুর্ঘটনাগ্ৰস্ত হয়ে প্রাণ হারায় অনেক মানুষ।
আরও পড়ুনঃ কন্যাশ্রীদের নিয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ শিবির
তখন গ্ৰামবাসীদের উদ্যোগে ও এলাকার মহৎ ব্যাক্তিদের সাহায্যে ফের এই প্রাচীন ভৈরবীকে তুষ্ট করতে শুরু হয় নতুন প্রয়াস। পরে একটি উন্নয়ন কমিটি তৈরি হয়ে নব রূপে এই মন্দির প্রতিষ্ঠিত করা হয়। তারপর থেকেই নিত্যদিন প্রাচীন রীতি মেনে নিষ্ঠা ও ভক্তির সাথে চলছে পূর্জাচনা।
বর্তমানে এই মন্দিরে রাজ্যের বিভিন্ন এলাকার ভক্তদের আগমনে ভরে উঠেছে এই ভৈরবী মায়ের মন্দির। মন্দিরের মধ্যেই বিশাল এলাকাজুড়ে অবস্থিত রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ।
প্রতি সোমবার বিভিন্ন এলাকার ভক্তদের হাতে দুধ গঙ্গা জলে স্মান করানো হয় এই শিবলিঙ্গটিকে। আগামী ৮ ফাল্গুন শিবরাত্রী ও ৯ ফাল্গুন দেবী ভৈরবীর বাৎসরিক পূজা উপলক্ষে জোর কদমে প্রস্তুতি চলছে মন্দির কমিটির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584