জেলা ভাগ করতে মুর্শিদাবাদ নাম বিলুপ্ত না করার আবেদন সকলের

0
89

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সাতটি নতুন জেলার নাম ঘোষণা করেন তার মধ্যে পড়ে মুর্শিদাবাদও। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার ফলে কিছু বিভ্রান্তি ছড়ায়। প্রথমে তিনি বলেন, জঙ্গিপুর বহরমপুর মুর্শিদাবাদ আবার কিছুক্ষণ পরে বলেন মুর্শিদাবাদ বহরমপুর কান্দি। মুর্শিদাবাদের নাম বাদ দিয়ে জেলা ভাগের ঘোষণায়  সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে।

নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করে বলেন যে,উন্নয়নের স্বার্থে জেলা ভাগ হোক, কিন্তু জেলার ঐতিহ্যবাহী যে নাম মুর্শিদাবাদ তা রেখেই জেলা ভাগ করা হোক। একই দাবি তোলেন বহরমপুর বিধান সভার বিজেপি বিধায়ক গৌরী শংকর ঘোষও। অন্য দিকে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন ও সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংঘঠনের রাজ্য সভাপতি কারী সফিক কাসেমী ও সম্পাদক আব্দুর রাজ্জাক সংগঠনের পক্ষ থেকে লিখিত ভাবে রাজ্য সরকারের কাছে আবেদন করেন যে মুর্শিদাবাদ জেলা বিভাজনের ক্ষেত্রে ঐতিহাসিক মুর্শিদাবাদ নাম অবলুপ্ত না করার জন্য।  মীম নেতা সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের চরম বিরোধিতা করে বলেন যদি সরকার মুর্শিদাবাদ জেলার নাম না থাকে তাহলে মীম কর্মী সমর্থকরা  রাস্তায় নেমে আন্দোলন করবেন।

নিজস্ব চিত্র

কংগ্রেস ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা,সিপিআইএমের প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার সকলেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। এমনকি জঙ্গিপুরের তৃণমূলের সাংসদ ও জেলা সভাপতি খলিলুর রহমান,  তৃণমূলের মুর্শিদাবাদ বহরমপুর জেলা সাংগঠনিক সভাপতি শাওনি সিংহ রায় লিখিত ভাবে মুর্শিদাবাদের নাম রেখে জেলা ভাগের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান ও মুখ্যমন্ত্রীকে একই আবেদন জানিয়ে  চিঠি লিখেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here